March 19, 2018
  • আবারো শিরোপা হাতছাড়া হলো বাংলাদেশের
  • আগামী ১৪ এপ্রিল পবিত্র লাইলাতুল মি’রাজ
  • স্বর্ণের দাম কমেছে
  • ১৭ বাংলাদেশির লাশ দেশে আসছে সোমবার
  • ইউপিডিএফের সহযোগী সংগঠনের দুই নেত্রীকে অপহরণ
  • চার শর্ত পূরণ হলেই নির্বাচনে অংশ নেবে বিএনপি
  • ৫ জানুয়ারির মত আবারো আ’লীগের মাস্টারপ্ল্যান চূড়ান্ত
  • শুনানি শেষ, খালেদা জিয়ার জামিনের আদেশ সোমবার
  • কোটা সংস্কার ও আন্দোলনকারীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
  • মোরেলগঞ্জে স্কুলের সামনে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

আমার কোনো ফেসবুক আইডি নেই: মির্জা আলমগীর


বার্তা৭১ ডটকমঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নামে কোনো অ্যাকাউন্ট নেই বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে বিএনপির দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, আমি কোনো ফেসবুক আইডি খুলিনি। আমার নামে কিছু অসাধু ব্যক্তি ভুয়া ফেসবুক আইডি খুলে বিভিন্ন মন্তব্য ও প্রচারণায় লিপ্ত রয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, কিছুদিন থেকে লক্ষ করছি, আমার নামে কয়েকটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বক্তব্য, মন্তব্য, মতামত প্রকাশ করা হচ্ছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার নামে আমি কোনও ফেসবুক আইডি খুলিনি। সুতারাং ফেসবুকে আমার নামে কেউ অ্যাকাউন্ট খুলে কোনো ধরনের মতামত দিলে তার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। এর কোনো দায়-দায়িত্ব আমার নেই।

তার নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে কোনো ধরনের প্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তিনি।

বিভাগ - : তথ্য ও প্রযুক্তি, রাজনীতি, লাইফস্টাইল

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন