July 22, 2019
  • মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি : প্রধানমন্ত্রী
  • চলমান মামলা নিয়ে গণমাধ্যমে রিপোর্টে বাধা নেই: আইনমন্ত্রী
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব বেসরকারি টিভি
  • কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত পাইপ ড্রেন
  • ঝড়ে বায়তুল মোকাররমে দুর্ঘটনায় তদন্ত কমিটি
  • ধানের দাম কম হওয়ায় সরকার চি‌ন্তিত : কৃ‌ষিমন্ত্রী
  • রোববার থেকে অফিস করবেন ওবায়দুল কাদের
  • প্রথম জয়ের দিনে প্রথম শিরোপা বাংলাদেশের
  • রমজানে খাবার কেমন হবে
  • ‘আন্দোলনের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে’

ইবি শিক্ষার্থী মৌ বাঁচতে চায়


বার্তা৭১ ডটকমঃ মৌসুমী আক্তার মৌ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফোকলোর স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এসময় স্বাভাবিক ক্লাস-পরীক্ষায়, বন্ধুদের সাথে আড্ডায় অংশ নেয়ার ও জীবনের লক্ষ্য অর্জনে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলবার কথা মৌয়ের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে হাসপাতালের বেডে মুমূর্ষ অবস্থায় পড়ে আছেন মৌ।

তার রক্তে ছড়িয়ে পড়েছে এসএলই ভাইরাস। বর্তমানে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। প্রতিদিন ক্রমাগতভাবে তার শরীরের কোষগুলো ভেঙে যাচ্ছে। চিকিৎসকদের ভাষ্য মতে, এটি ক্যান্সারের জীবানু সংক্রমণ হওয়ার সর্বশেষ স্তর। তাকে সুস্থ করতে দরকার উন্নত চিকিৎসা। প্রতিদিন প্রায় বিশ হাজার টাকা তার চিকিৎসা ব্যয়ে খরচ হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে এখনো দরকার প্রায় চার লাখ টাকা।

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কবিরপুর গ্রামের লতিফের মেয়ে মৌসুমী। তার বাবা একজন দিনমজুর। তার পক্ষে টাকা সংগ্রহ করা কিছুতেই সম্ভব হচ্ছে না। মেয়েকে বাঁচাতে সমাজের বিত্তবান মানুষের প্রতি আকুতি জানিয়েছেন তার অসহায় পিতা। একটু সহায়তায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। তার চিকিৎসা সেবা নিশ্চিত করতে পাশে দাঁড়িয়েছে সহপাঠীরা। দিনরাত তারা অর্থ সংগ্রহে ছুটে বেড়াচ্ছেন বিভিন্ন স্থানে। বান্ধবীকে বাঁচাতে পরিবারের পাশাপাশি সার্বক্ষণিক পাশে রয়েছেন তার বন্ধু রতন আলী। চিকিৎসা ব্যয়ের টাকা যোগাড় করতে সহৃদয়বান ব্যক্তিদের সহায়তা চেয়েছেন তিনি। মৌ-কে সহায়তা করতে ০১৭৫০-২৬২৫১৯ (ব্যক্তিগত বিকাশ নম্বরে) ও ০১৭৩০-৬৬৮৭৪৫৫ (ডাচ বাংলা হিসাব নম্বরে) আর্থিক সহায়তা করতে অনুরোধ করেছেন তার বাবা।

বিভাগ - : আঞ্চলিক সংবাদ, লাইফস্টাইল, শিক্ষাঙ্গন, স্বাস্থ্য ও চিকিৎসা

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন