April 19, 2019
  • সব ধরনের ঋণে সুদহার ৭ শতাংশ
  • উভয়কামী এই নায়িকাকে মেনে নেয়নি পরিবার
  • সোনালী ব্যাংকের জিএমসহ ১২ জনের নামে দুদকের চার্জশিট
  • ধামরাইয়ের চেয়ারম্যান প্রার্থী ভুয়া অধ্যাপক!
  • টুঙ্গিপাড়ায় ভোট পুনঃগণনার দাবিতে সড়ক অবরোধ-সংবাদ সম্মেলন
  • এইচএসসি পরীক্ষায় ৬ মে পর্যন্ত বন্ধ কোচিং
  • বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ
  • নিউইয়র্কে মুসলমানদের নিরাপত্তায় স্বেচ্ছাসেবক দল গঠন
  • বাজারে মিলবে টাইগারদের জার্সি
  • বলিউডের সবচেয়ে দামি অভিনেত্রী কঙ্গনাই!

করের আওতায় ফেসবুক, গুগল, ইউটিউব


বার্তা৭১ ডটকমঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, গুগল, ইউটিউবকে করের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের মাধ্যমে অনেক বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশে বিপুল অর্থ আয় করছে। এ সত্ত্বেও তাদের কাছ থেকে আমরা তেমন একটা কর পাচ্ছি না। ভার্চুয়াল ও ডিজিটাল লেনদেনের বিষয়টি তুলনামূলক নতুন হওয়ায় এসব লেনদেনকে করের আওতায় আনার মতো পর্যাপ্ত বিধান এতদিন আমাদের কর আইনে ছিল না। এবার তাই ভার্চুয়াল ও ডিজিটাল খাত যেমন ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদির বাংলাদেশে অর্জিত আয়ের ওপর করারোপের জন্য আন্তর্জাতিক উত্তম চর্চার আলোকে প্রয়োজনীয় আইনি বিধান সংযোজনের প্রস্তাব করা হলো।’

এবারের বাজেটে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং যেমন উবার, চলো, পাঠাও ইত্যাদির ভাড়ার ওপর পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সেবা গ্রহীতাকে এই কর গুণতে হবে। অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোকে উৎসে কর দিতে হবে। যারা এসব সেবায় তাদের গাড়ি দেবেন তাদের টিআইএন (ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর) থাকতে হবে।

বিভাগ - : তথ্য ও প্রযুক্তি

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন