February 19, 2018
  • রূপাকে গণধর্ষণ, হত্যায় ৫ বাস শ্রমিকের বিচার শুরু
  • বিতর্কিত ৫৭ ধারা বিলুপ্ত হচ্ছে : তথ্যমন্ত্রী
  • বিক্ষোভ মিছিল ঠেকাতে শব্দ বোমা
  • গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭
  • অসামাজিক নৃত্য দেখে সর্বশান্ত হচ্ছে- যুব সমাজ
  • শনিবার ঢাকায় ফিরছে মেয়র আনিসুলের মরদেহ
  • মেঘনায় ৫ শতাধিক যাত্রী নিয়ে বিকল গ্রিন লাইন-২
  • ঢাকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন পোপ ফ্রান্সিস
  • শুটিং সেটে অসুস্থ অক্ষয়
  • সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: সিইসি

থ্রিডি ফেসিয়াল রিকগনিশন ফিচার নিয়ে শাওমি মি মিক্স টু

image-47339
বার্তা৭১ ডটকমঃ
পাতলা বেজেল ও থ্রিডি ফেসিয়াল রিকগনিশন ফিচার নিয়ে একটি ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটি মডেল শাওমি মি মিক্স টু। ফোনটির ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার ফিলিপ স্টার্ক।

চীনের তথ্যপ্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ওইবোতে ফোনটির একটা স্কিনশর্ট প্রকাশ কার হয়েছে। ওই স্কিনশর্ট দেখে ধারণা করা হচ্ছে শাওমির আপকার্মিং ফোনটিতে থ্রিডি ফেসিয়াল রিকগনিশন ফিচার ব্যবহার করা হবে। এছাড়াও ফোনটিতে সামস্যাং গ্যালাক্সি এস৮ এর মতো পাতলা বেজেল থাকছে।

ফোনটিতে থ্রিডি ফেসিয়াল রিকগনিশন ফিচার ব্যবহারের ফলে এটি সামস্যাং গ্যালাক্সি এস৮ এর থেকে কিছুটা ভিন্ন হবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

অ্যান্ড্রয়েড ৭.১.১০ নুগাট অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চির কিউএইচডি ডিসপ্লে, যার রেজুলেশন ১৪৪০x২৫৪০ পিক্সেল। ছবি তোলার জন্য ১৯ মেগাপিক্সেলের রিয়ার এবং ১৩ মেগাপিক্সেলের ডুয়েল লেন্স ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

এতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, অ্যাড্রিনো ৮৩৫ এসওসি। এর ইন্টার্নাল মেমোরি ১২৮ গিগাবাইট এবং ব্যাপআপের জন্য ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি আছে।

ফোনটি তিনটি ভার্সনের র‌্যামে পাওয়া যাবে,৪ গিগাবাইট র‌্যাম/১২৮ গিগাবাইট, ৬ গিগাবাইট/১২৮ গিগাবাইট ও৮ গিগাবাইট/১২৮ গিগাবাইট।

সেপ্টেম্বরে ফোনটি বাজারে ছাড়াহতে পারে বলে জিএসএমএরেনার এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। তবে ফোনটির মূল্য বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়াটুডে

বিভাগ - : তথ্য ও প্রযুক্তি

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন