June 24, 2018
  • পরীমনিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
  • কিমের সঙ্গে চুক্তির পরও নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ট্রাম্প
  • সরকারের প্রতি ভোটারদের আস্থা নেই, প্রধানমন্ত্রী ঠিকই উপলব্ধি করেছেন: রিজভী আহমেদ
  • গাজীপুরের নির্বাচন হবে এসিড টেস্ট: মওদুদ
  • ইথিওপিয়ায় প্রধানমন্ত্রীর সমাবেশে গ্রেনেড হামলা, ব্যাপক হতাহত
  • ছাড় পাচ্ছে না মেসি পূত্র চিরো!
  • ‘অক্টোবরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’
  • ভারতীয় নাগরিক রোখসানার স্বামীকে আটক করেছে পুলিশ
  • ব্যাংক পরিচালকেরা চাপে
  • ইসরাইলি গুলিতে রক্তে ভেসে যায় প্রেস লেখা নীল জ্যাকেট

দেশে ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি হচ্ছে : পলক

image-10119
বার্তা৭১ ডটকমঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সারা দেশে ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হচ্ছে। শুক্রবার সকালে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ মেলার উদ্বোধন শেষে এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দেশে প্রতিবছর ১০০ মিলিয়ন ডলার আয় হচ্ছে। তরুণদের মেধা ও শ্রম কাজে লাগিয়ে আইসিটি সেক্টর থেকে পাঁচ বিলিয়ন ডলার রফতানি করা হবে। এছাড়া আগামী পাঁচ বছরে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করা হবে।তিনি আরো বলেন, ঢাকার বাইরে সব জেলা ও উপজেলায় তরুণ-তরুণীদের দুই থেকে তিন মাসে ৫০ ঘণ্টার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা ড. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে পৌর মেয়র উমা চৌধুরী জলি, নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা, ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক তপন কুমার নাথ প্রমুখ বক্তব্য দেন।

বিভাগ - : তথ্য ও প্রযুক্তি

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন