February 19, 2018
  • রূপাকে গণধর্ষণ, হত্যায় ৫ বাস শ্রমিকের বিচার শুরু
  • বিতর্কিত ৫৭ ধারা বিলুপ্ত হচ্ছে : তথ্যমন্ত্রী
  • বিক্ষোভ মিছিল ঠেকাতে শব্দ বোমা
  • গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭
  • অসামাজিক নৃত্য দেখে সর্বশান্ত হচ্ছে- যুব সমাজ
  • শনিবার ঢাকায় ফিরছে মেয়র আনিসুলের মরদেহ
  • মেঘনায় ৫ শতাধিক যাত্রী নিয়ে বিকল গ্রিন লাইন-২
  • ঢাকায় ‘রোহিঙ্গা’ শব্দটি উচ্চারণ করলেন পোপ ফ্রান্সিস
  • শুটিং সেটে অসুস্থ অক্ষয়
  • সরকার চাইলে আগাম নির্বাচনের জন্য কমিশন প্রস্তুত: সিইসি

শিল্প ও বাণিজ্য মেলা নামে র‌্যাফেল ড্র নামক জুয়ার রমরমা ব্যবসা

বার্তা ৭১ ডটকমঃ জামালপুর জেলা সরিষা বাড়ী উপজেলা, পৌরসভা গণ-ময়দান মাঠে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতায় ০১ মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা নামে র‌্যাফেল ড্র নামক জুয়ার রমরমা ব্যবসা।

সরিষা বাড়ী উপজেলা, পৌরসভা, গণ-ময়দান মাঠে স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগীতায় গত 2৯/১০/২০১৭ইং তারিখ থেকে এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা নামে র‌্যাফেল ড্র নামক জুয়ার রমরমা ব্যবসা চলছে। প্রতিদিন দুই / আড়াই শত রিক্সা, টেম্পু, সি.এন.জি ও মাইক্রোবাসে প্রচার প্রচারনার মাধ্যমে উপজেলা সর্বত্র শহর, বন্দও, হাট-বাজার, গ্রাম-গঞ্জ ও স্কুল কলেজ ইত্যাদি স্থানে এই র‌্যাফেল ড্র জুয়ার টিকেট বিক্রি চলছে। বর্তমানে জে.এস.সি পরীক্ষা চলছে আগামী 2৯/১১/২০১৭ইং পি.এস.সি পরীক্ষা শুরু হবে। এতে পরীক্ষার্থীদের লেখা-পড়ার বিষম ক্ষতি হচ্ছে। পরীক্ষা চলা অবস্থায় কোন মেলা চলা সরকারী ভাবে নিষেধাজ্ঞা আছে। তাছাড়া গরীব, দুঃখী, খেটে খাওয়া মানুষ, দিন-মজুর, রিক্সা চালক, যুব সমাজ ও স্কুল, কলেজ ছাত্র-ছাত্রীদের প্রতারনা করে ব্যবসার ফাঁদে ফেলে জুয়ার টিকেট বিক্রির মাধ্যমে ব্যবসা করছে। এলাকা বাসী জানায় জাদুর বাঁশির মত এই চক্রটি এলাকায় ঢুকে সর্বত্র মেলার নামে র‌্যাফেল ড্র নামক জুয়ার টিকেট বিক্রি করে চলছে। এর মূল হোতা আজাদ ও বুলবুল এলাকার সন্ত্রাসীদের ও স্থানীয় পুলিশকে হাতকরে উপজেলার সর্বত্র তাদের মনোনীত ব্যক্তিদের দিয়ে মেহনত মানুষ ও যুব সমাজকে কৌশলে এনে প্রতিদিন লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে এলাকায় চুরি, ছিনতাই বেড়ে চলছে। এলাকাবাসী জানায়, এই অবৈধ র‌্যাফেল ড্র জুয়া নামক মেলা বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে।

বিভাগ - : আইন ও অপরাধ, আঞ্চলিক সংবাদ

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন