November 14, 2019
  • বড় ঘটনা ঘটানোর জন্য এটা ‘টেস্ট কেস’ হতে পারে : কাদের
  • যুবলীগ নেতা হত্যার প্রধান আসামি ‌‘বন্দুকযুদ্ধে’ নিহত
  • পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা
  • একদিনের নবজাতকের মরদেহ টেনে আনল কুকুর
  • পুলিশের ওপর বোমা হামলার দাবি আইএসের
  • মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছি : প্রধানমন্ত্রী
  • চলমান মামলা নিয়ে গণমাধ্যমে রিপোর্টে বাধা নেই: আইনমন্ত্রী
  • বঙ্গবন্ধু স্যাটেলাইটে দেশের সব বেসরকারি টিভি
  • কালশী থেকে বাউনিয়া খাল পর্যন্ত পাইপ ড্রেন
  • ঝড়ে বায়তুল মোকাররমে দুর্ঘটনায় তদন্ত কমিটি

৩১ মে জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসবের চতুর্থ আসর

31may
বার্তা৭১ ডটকমঃ আগামী ৩১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যাম্পাস প্রযুক্তি উৎসবের তৃতীয় আসর। উন্নত শিক্ষায় চাই তথ্যপ্রযুক্তি নির্ভর ক্যাম্পাস’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত হবে দু’দিনব্যাপী ‘জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব-২০১৫’।

উৎসবের আহ্বায়ক আব্দুল্লাহ আল ইমরান জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির আয়োজনে প্রযুক্তি উৎসবে সহ-আয়োজক হিসেবে থাকছে আইসিটি মন্ত্রণালয়। দু’বছর ধারাবাহিকভাবে ‘ডিইউআইটিএস’ এ উৎসব পালন করে আসলেও, ২০১৪ সালে প্রথমবারের মতো তাদের সঙ্গে যুক্ত হয়েছে সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগ।

তিনি জানান, উৎসবে অংশ নেবেন দেশের শীর্ষস্থানীয় শতাধিক বিশ্ববিদ্যালয়ের দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী ও প্রযুক্তিপ্রেমী। বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে ৩১শে মে উৎসবের উদ্বোধন করা হবে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে সিনেট ভবন থেকে একটি ৠালি টিএসসি অভিমুখে যাত্রা করবে।

জানা গেছে, উৎসবের মূল পর্বে থাকছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রকল্প প্রদর্শন, অ্যাপস ডেভেলপমেন্ট, ব্রেইনস্ট্রমিং, গেমিং ও কুইজ প্রতিযোগিতা, সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা, আউটসোর্সিং ও উদ্যোক্তা সম্মেলন, তথ্যপ্রযুক্তি নির্ভর বিতর্ক ও বিজনেস আইডিয়া প্রতিযোগিতাসহ নানা আয়োজন।

এছাড়াও উৎসবে ‘মিট দ্য পার্সোনালিটি’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। উৎসবে মোট দু’টি সেমিনার, একটি কর্মশালা ও আলোচনা পর্ব থাকছে।

বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে প্রায় তিন লাখ টাকা সমমূল্যের অর্থ পুরস্কার, সার্টিফিকেট ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের কাজ চলছে, যা চলবে ২৮ মে পর্যন্ত। www.duitsbd.org ওয়েবসাইটে প্রযুক্তি উৎসবের রেজিস্ট্রেশন ও যাবতীয় তথ্য পাওয়া যাবে।

বিভাগ - : তথ্য ও প্রযুক্তি

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন