বার্তা ৭১ ডট কমঃ অন্তর্বর্তী সরকারে যোগ দিতে প্রধানমন্ত্রীর প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, পুনরায় সংবিধান সংশোধন করে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দিতে হবে। অন্যথায় দলীয় সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না।
রোববার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) যৌথ ইফতার পার্টি ও আলোচনা সভায় বেগম জিয়া এসব কথা বলেন।
রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার পার্টির আয়োজন করা হয়।
এ সময় খালেদা জিয়া সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তত্ত্বাবধায়কের দাবিতে ঈদের পরে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন চলবে।
দেশের সকল রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী ও সাংবাদিকদের এক প্লাটফর্মে অংশ নিয়ে অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে এ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান খালেদা জিয়া।