বার্তা৭১ ডটকমঃ ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দেশের প্রতিটি ফ্যাশন হাউজই নতুন পোশাকের কালেকশন এনেছে। প্রতিটি ফ্যাশন হাউজের পোশাকের ডিজাইন এবং কারুকাজ একেবারেই আলাদা।এর থেকে পিছিয়ে নেই স্টাইল ক্রেইজ ও। এবারের ঈদে অনলাইন শপিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনে কেনাকাটা করতে গিয়ে অনেকেরই যেটা সমস্যা হয়, তা হচ্ছে ট্রেন্ডি এবং ফ্যাশনেবল পোশাক রিজোনেবল দামে খুঁজে পাওয়া। ফেসবুকের জনপ্রিয় ফ্যাশন পেজ স্টাইল ক্রেইজ এ এই ঈদে নিয়ে এসেছে দারুণ সব কালেকশন।
স্টাইল ক্রেইজ শুধু একটি ফ্যাশন স্টোরই নয়, একটি কমপ্লিট লাইফস্টাইল গাইড। ফরমাল এবং ক্যাজুয়াল টি-শার্ট, শার্ট, প্যান্ট, স্যুটসহ বিভিন্ন ফ্যাশনেবল, আরামদায়ক এবং বাজেট ফ্রেন্ডলি পোশাক পাওয়া যায় এই অনলাইন শপে। বাংলাদেশের আবহাওয়া এবং সে সঙ্গে ঈদ ব্যাপারটা মাথায় রেখে পোশাকগুলো ডিজাইন করা হয়েছে। সরাসরি ফেসবুক পেজ থেকেও অর্ডার প্লেস করা যাবে। ফেসবুক পেজ www.facebook.com/thestylecraze