বার্তা৭১ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে তা বানোয়াট এবং আপত্তিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। সোমবার (১২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্যের মানবাধিকার প্রতিবেদনে যে তথ্য দেয়া হয়েছে, সেটা যাচাই-বাছাই না করে দেয়া হয়েছে। এই বানোয়াট তথ্য আপত্তিকর।
যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছিল। তিনি কী বলেছেন জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি স্বীকার করেছেন তাদের রিপোর্ট আরো তথ্যনির্ভর হওয়া উচিত ছিল। তিনি আমাদের উদ্বেগ তার সদর দফতরে জানাবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দফতরের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে খালেদা জিয়ার বাসায় অবস্থানকে ‘হাউস অ্যারেস্ট’ হিসেবে অভিহিত করা হয়।
ওই প্রতিবেদনে বলা হয়েছিলো, গত বছরের মার্চ মাসে সরকার খালেদা জিয়ার কারাদণ্ডাদেশ ছয় মাসের জন্য স্থগিত করে বাসায় থেকে চিকিৎসা নেয়া ও বিদেশে না যাওয়ার শর্তে তাকে মুক্তি দেয়। গত সেপ্টেম্বর মাসে তার কারাদণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়। ২০২০ সালজুড়েই তিনি ‘হাউস অ্যারেস্ট’ ছিলেন।