বার্তা৭১ ডটকমঃ লড়াই জমে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে। নির্ধারিত ২৭০টি ইলেক্টোরাল পেতে জো বাইডেনের দরকার আর ৩২টি ইলেক্টোরাল। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরকার ৫৭টি ইলেক্টোরাল।
তবে অনেকটা পিছিয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প চমক দেখিয়ে এগিয়ে এসেছে। এখন নিঃশ্বাস ফেলছে অনেকটা নিশ্চিন্তে থাকা জো বাইডেনের ঘাড়ে। তাই অনেকেই ভাবছেন যেকোনো মুহুর্তে পালটে যেতে পারে নির্বাচনের ফল।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাওয়াই অঙ্গরাজ্যে জো বাইডেন জিততে চলেছেন। এই রাজ্যে যদি বাইডেন জিতে যায় তাহলে তার পকেটে ঢুকে যাবে আরও ৪টি ইলেক্টোরাল।
এখন পর্যন্ত মোট ৮৭টি ইলেক্টোরালের ফলাফল হতে বাকি। ৮৭টি থেকে যদি বাইডেন ৩২টি পেয়ে যায় তাহলে হোয়াইট হাউজের সর্ব ক্ষমতায় ৪ বছরের জন্য সে এসে যাবে। আর ট্রাম্প যদি ৫৭টি পায় তাহলে তাহলে থেকে যাবে আগের মতই।