সদ্য পদত্যাগপত্র জমা দেয়া তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এতে তিনি মুরাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাচ্ছিল্য করা ও ঢাবির নারী নেত্রীদের চরিত্র হননের অভিযোগ আনেন।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে শাহবাগ থানায় অভিযোগের আবেদন করেন তারা।
শাহবাগ থানা সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। থানার এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা কম্পিউটার কম্পোজ করা অভিযোগ নিয়ে এসেছেন। এটি এখনো জিডি বা মামলা হিসেবে গ্রহণ করা হয়নি।
ওই শিক্ষার্থী বলেন, আমার অভিযোগটি থানা গ্রহণ করেছে। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে আমি থানায় অভিযোগ নিয়ে গিয়েছিলাম। থানা থেকে আমাকে বলা হয় অভিযোগটি ডিএমপির সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হবে তদন্তের জন্য। তদন্ত শেষে মামলা আকারে এটি দায়ের হবে কিনা থানার পক্ষ থেকে পরে জানাবে।