বার্তা৭১ ডটকমঃ ঢাকার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে হলফনামা ও মনোনয়ন ফরমে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগ উঠেছে।
চেয়ারম্যান প্রার্থী মো. মিজানুর রহমান মিজান তার নামের আগে ‘অধ্যাপক’ উল্লেখ করলেও আসলে তিনি কখনো কোনো কলেজের অধ্যাপক ছিলেন না বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অথচ তিনি জীবন বৃত্তান্ত, দলীয় ও ব্যক্তিগত প্রচারণার সর্বত্র উল্লেখ করছেন ‘অধ্যাপক মো. মিজানুর রহমান’!
এনিয়ে সোমবার সকালে নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কাছে প্রমাণসহ লিখিত অভিযোগ করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী।
১৯৯৮ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ২০০২ সালের ৯ জানুয়ারি পর্যন্ত সাভার কলেজের ভূগোল বিভাগে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার ভুয়া পরিচিতি নিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও শোরগোল চলছে। নির্বাচনের কয়েকদিন আগে এ ধরনের দালিলিক প্রমাণ হাতে হাতে পৌঁছে যাওয়ায় বেকায়দার পড়েছেন মিজানুর রহমান।