ঢাকা, ১৪ নভেম্বর : কেরানিগঞ্জে স্কুলছাত্র পরাগ ম-ল অপহরণে জড়িত থাকার অভিযোগে মামুন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
মামুন কেরানীগঞ্জের শুভাঢ্যার বাসিন্দা হলেও মুন্সীগঞ্জ থেকে বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, মামুনের এক বন্ধুর মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করা হয়েছে। মামুন মোবাইলে রাস্তার ধারে আসতে বললে সে বন্ধুর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। এ সময় তাকে গ্রেফতার করা হয়। তবে অন্য আসামিদের গ্রেফতার করা সম্ভব না হলেও অভিযান অব্যাহত রয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামুন স্বীকার করেছে, সে অপহরণের সঙ্গে জড়িত না থাকলেও তাদের সঙ্গে সে যোগাযোগ করেছে। তাকে রাতে আরো জিজ্ঞাসাবাদ করা হবে।