বার্তা৭১ ডটকমঃ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কবি জাফর ওয়াজেদের মাতা বেগম রোকেয়া ইসমত আলী রোববার(২৭ ডিসেম্বর) দুপুরে রামপুরাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। স্বামী মরহুম অধ্যক্ষ ইসমত আলী ছিলেন কুমিল্লার নওয়াব ফয়জুন্নেসা কলেজের অধ্যক্ষ। জনাব ইসমত আলী লেখক ও অনুবাদক হিসেবেও খ্যাতিমান ছিলেন। তিনি উর্দু ও ফারসি থেকে বহু মূল্যবান লেখা অনুবাদ করে বাংলা সাহিত্যিকে সমৃদ্ধ করেন। তিনি প্রগতিশীল রাজনীতিতেও সক্রিয় ছিলেন।
বেগম রোকেয়া ইসমত আলী তিন কন্যা, দুই জামাতা, চারপুত্র এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ মুন্সিবাড়ীর বড় কন্যা ছিলেন তিনি। রোববার রাত নয়টায় নামাজে জানাজা শেষে মরহুমাকে ইলিয়টগঞ্জের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বেগম রোকেয়া ইসমত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, পিআইবির পরিচালনা বোর্ডের সদস্য ও দৈনিক যুগান্তের সিনিয়র সাংবাদিক শেখ মামুন, মেজর (অব:) সুবিদ আলী ভূইয়া এমপি, কৃষক লীগ নেতা ও উন্নয়ন বিশেষজ্ঞ শেখ শহিদুল ইসলাম, কবি ও সাংবাদিক আকিল জামান খান ইনু, সম্প্রীতি বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য দুলাল আচার্য, সাংবাদিক ও গবেষক এনায়েত হোসেন রেজা, ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসংস্হান বিষয়ক সম্পাদক রনি মুজিব সহ বিভিন্ন স্তরের সাংবাদিক, বুদ্ধিজীবী, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ।