বার্তা৭১ ডটকমঃ ‘বর্ডার পার হলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না’ সম্প্রতি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের সমালোচনা করে দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, শুধু অস্ত্র হাতে যুদ্ধ করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। অন্যদিকে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস না করলে, বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে বিশ্বাস না করলেও মুক্তিযোদ্ধা হওয়া যায় না।
শনিবার দুপুরে রাজধানীর পাবলিক লাইব্রেরীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কতৃক আয়োজিত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
বিচারপতি নিজামুল হকের কথোপকথনকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে সাইবার ক্রাইম একটি দন্ডণীয় অপরাধ। আহমেদ জিয়াউদ্দিন আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ। বিচারিক কাজ নিয়ে তার সাথে পরামর্শ করাটাই স্বাভাবিক। কিন্তু তাদের এই ‘কথোপকথনকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে।’
এসময় তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী, আ স ম আবদুর রব ও ড.কামাল হোসেনকে যুদ্ধাপরাধ বিচারের আন্দোলনে অংশ না নিয়ে নিজেদের মুক্তিযোদ্ধা বলতে পারেন না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কোনোরকম ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি করে আইনপ্রতিমন্ত্রী এড.কামরুল ইসলাম বলেন, ২৬ ডিসেম্বর বিরোধীদলীয় নেত্রী পথসভা করবেন। তাদের এই পথসভায় সরকারের বাধা দেয়ার কোনো পরিকল্পনা নেই। তবে শান্তিপূর্ণ কর্মসূচির নামে নৈরাজ্য করলে আপনাদের অবস্থাও ফখরুলের মতোই হবে। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার সহযোগিতা করবে বলে যোগ করেন তিনি।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের মুক্তির বিষয়টি এখন আদালতের এখতিয়ার বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের উপদেষ্টা সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন এটিএম শামসুজ্জামান, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।