বঙ্গোপসাগরের নোয়াখালীর ভাসানচর উপকূলে সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। নৌযানটিতে থাকা নাবিকদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদেরকে উদ্ধার করেছে নৌবাহিনী। এর আগে, শনিবার ভোরে বঙ্গোপসাগরের ভাসানচর নতুন চ্যানেলে এ দুর্ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার আশফাক বিন ইদ্রিস জানিয়েছেন, ভাসানচর নতুন চ্যানেলে তন্ময়-২ নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। লাইটার জাহাজটিতে মোট ১২ জন নাবিক ছিলো। তাদের সবাইকে উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার দুপুর পৌনে ১টার দিকে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানিয়েছিলেন, নোয়াখালীর ভাসানচর থেকে ১২ নটিকেল মাইল দূরে গাংনিরচর নামক স্থানে সজল তন্ময়-২ জাহাজটি ডুবেছে। ঠিক কখন ডুবেছে, তাৎক্ষণিক তা জানা যায়নি। সকাল সাড়ে ৯টার দিকে খবর পাওয়া গেছে। জাহাজে থাকা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে নৌবাহিনীর একটি জাহাজ কাজ শুরু করেছে। অতিরিক্ত রুলিংয়ের কারণে উদ্ধারকাজে বিঘ্ন ঘটছে।