বার্তা৭১ ডটকমঃ জম্মু-কাশ্মীরের উরি সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গুলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন নিহত এবং আরো অনেকেই আহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তানের ৮ সৈন্য এবং ভারতের চার সৈন্যসহ সাতজন রয়েছেন।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, সংঘর্ষে ভারতের সীমান্তরক্ষী বিএসএফের এক সাব-ইন্সপেক্টর, তিন গ্রামবাসী ও দুই সৈন্য নিহত হয়েছেন। অন্যদিকে, ভারতের পক্ষ থেকে পাল্টা হামলায় পাকিস্তানের সেনা ও জঙ্গিসহ কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। হামলা উরিতে শুরু হলেও এরপরে সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে অন্য জায়গাগুলোয়ও। জম্মু-কাশ্মীরের বন্দীপাড়া জেলা ও কুপওয়ারা জেলাতেও মর্টার শেল ছোড়া হয়েছে এবং গোলাগুলি হয়েছে।
গত শনিবারেও জম্মু-কাশ্মীরে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল। এর আগে, এই উরি সেক্টরেই পাকিস্তান থেকে আসা জঙ্গি হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছিল। ওই সময়ে ভারত পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রইক চালিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছিল। ভারত সার্জিক্যাল স্ট্রইক চালালেও সফল হতে পারেনি। ওই সময় পাক সেনারা ভারতের হেলিকপ্টার ভুপাতিত করে এবং এক ভারতীয় সেনা ধরে নিয়ে যায়।