ঢাকা, ৯ জানুয়ারি,বার্তা৭১ ডটকমঃ সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়া যেতে ১৩ জানুয়ারি থেকে নিবন্ধন শুরু হবে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়াধীন এটুআই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠিত ও পরিচালিত সারা দেশের সকল ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র হতে মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে। এতে মধ্যসত্ত্বভোগী অসাধু ব্যবসায়ী প্রতারক দালাল চক্রের অপতৎপরতা বিলুপ্ত হবে। এই প্রক্রিয়ায় সারা দেশে ৪ হাজার ৫০০ টি ইউনিয়ন তথ্যকেন্দ্রে গুচ্ছওয়ারীভাবে কর্মী নিবন্ধন করা হবে।
তিনি জানান, আগ্রহীদের ইউনিয়ন তথ্য কেন্দ্রে গিয়ে নিবন্ধন করতে হবে। ঢাকা ও বরিশাল বিভাগে ১৩ থেকে ১৫ জানুয়ারি সকাল ৯টা থেকে ৫ টা পর্যন্ত নিবন্ধন চলবে। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। এর মধ্যে শুক্রবার সকাল ৮ থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত নিবন্ধন চলবে। এর পর দুই ঘন্টা বিরতি শেষে দুপুর আড়াইটা থেকে ৫টা পর্যন্ত নিবন্ধন্ চলবে। চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত ৩ দিন করে মোট ৯ দিনে নিবন্ধন চলবে। এরমধ্যে ১৬ জানুয়ারি ঢাকা ও বরিশাল, ১৭ জানুয়ারি রাজশাহী, রংপুর ও সিলেট, ১৮ জানুয়ারি চট্টগ্রাম এবং খুলনা বিভাগে কম্পিউটারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে ইউনিয়নের জনসংখ্যার অনুপাতে বরাদ্দকৃত কোটা অনুযায়ী কর্মীর তালিকা তৈরি করা হবে।