বার্তা৭১ ডটকমঃ যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ডোজ প্রয়োগের অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল- এমন ব্যক্তিদের জন্য টিকার এই বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে দেশটির খাদ্য এবং ওষুধ প্রশাসন সংস্থা (এফডিএ)। এর মাধ্যমে ফাইজার ও বায়োএনটেক এবং মডার্নার তৈরী টিকার তৃতীয় ডোজ দেয়া হবে।
যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৭ শতাংশ টিকা গ্রহীতার করোনা প্রতিরোধব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে বা নষ্ট হয়ে গেছে। এছাড়া যাদের অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে, যারা ক্যানসারে আক্রান্ত এবং যারা এইডসে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধক্ষমতাও কম। এসব কারণে নিশ্চিত হওয়া যাচ্ছে না কারা বুস্টার ডোজ পাবেন।
এরআগে এফডিএ জানিয়েছিল, ফাইজার ও মডার্নার টিকা দুই ডোজের। এ দুটি টিকার ক্ষেত্রে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা বলছেন, টিকা নেওয়ার পরও অনেকে ঝুঁকির মুখে আছেন। দিন দিন বিষয়টি পরিষ্কার হচ্ছে।