ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর অন্তত ১০টি স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার (১ জানুয়ারি) রাত ৩টার মধ্যে সব স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা মো. রায়হান বলেন, ঢাকাসহ আশপাশে যেসব স্থানে আগুন লেগেছিলো সবখানেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন বড় আকার ধারণ না করায় নিয়ন্ত্রণ করতে তেমন কোনো সমস্যা হয়নি।
এর আগে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, মধ্যরাতে রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, রায়েরবাগসহ অন্তত ১০টি স্থানে বাসার ছাদ ও বিদ্যুতের তারে আগুন লাগার খবর পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফানুস থেকে আগুনের ঘটনা ঘটতে পারে। এছাড়া পটকা কিংবা আতশবাজি থেকেও এ ধরনের আগুনের ঘটনা ঘটতে পারে।