বার্তা৭১ ডটকমঃ
রামপুরা ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকদের জন্য এক ছাদের নিচে স্যামসাংয়ের আসল পণ্যের চাহিদা মেটাতে নতুন একটি ব্র্যান্ড শপ উদ্বোধন করেছে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ।
বৃহস্পতিবার এই ব্র্যান্ড শপের উদ্বোধন করেন স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের গ্রুপ সিইও চুন সু মুন। এ সময় উপস্থিত ছিলেন, স্যামসাং-কনজ্যুমার ইলেকট্রনিক্সের সিনিয়র ম্যানেজার সাদ বিন হাসান এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সেলস ডিরেক্টর মোহাম্মদ মেসবাহ উদ্দীন।
প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, ‘আমরা সবসময় সম্মানিত গ্রাহকদের জন্য শ্রেষ্ঠ ও অত্যাধুনিক উদ্ভাবনসমূহ আনতে প্রতিশ্রুতিবদ্ধ। রামপুরায় আমাদের এই নতুন ব্র্যান্ডশপটি স্যামসাংয়ের সেরা মানের ওয়ারেন্টি এবং আসল পণ্য নিশ্চিত করার সেই প্রতিশ্রুতিরই অংশ’।
তিনি বলেন, ‘আমরা সম্মানিত গ্রাহকদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আপনাদের সেরা মানের কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে দেশব্যাপী ২০০ ব্র্যান্ড শপ উদ্বোধন করার পরিকল্পনা নিয়েছি’।
১ হাজার ২০০ স্কয়ার ফুটের এই শপে গ্রাহকরা ক্রয় করতে পারবেন টেলিভিশন, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং স্মার্টফোনসমূহ। এতে গ্রাহকরা উপভোগ করতে পারবেন ইলেকট্রনিক ডিভাইসগুলোর ওয়ান স্টপ শপিং অভিজ্ঞতা, যা গ্রাহকদের প্রতি স্যামসাংয়ের প্রতিশ্রুতিরই অংশ।