September 26, 2020
  • সৌদি প্রবাসীদের জন্য বিশেষ দুই ফ্লাইট
  • করোনায় মারা গেলেন ভারতের রেল প্রতিমন্ত্রী
  • রোহিঙ্গাদের কারণে বাংলাদেশকে হুমকি দিচ্ছে সৌদি
  • ‘ব্র্যাক ব্যাংকের ৪৭ শতাংশই এসএমই খাতে বিনিয়োগ
  • আইপিএলে নিয়ম পাল্টানোর আহ্বান মুরালির
  • দল হিসেবে একমাত্র আ.লীগেরই ইকোনমিক পলিসি আছে : প্রধানমন্ত্রী
  • দেড় মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু
  • মসজিদে বিস্ফোরণ : বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন জমা দেবে তিতাস
  • গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয় থেকে আবারও কম্পিউটার চুরি
  • জাতীয় দলের সাবেক ক্রিকেটার এ এস এম ফারুক আর নেই

শনিবার মেয়রের চেয়ারে বসবেন তাপস


বার্তা৭১ ডটকমঃ নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর প্রথমবা‌রের মতো ঢাকা দক্ষিণ সিটি ক‌র্পো‌রেশনে মেয়রের চেয়া‌রে বস‌তে যাচ্ছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১৬ মে) করোনা সংকটের কারণে অনাড়ম্বর কোনো অনুষ্ঠান ছাড়াই দায়িত্ব বুঝে নিবেন তিনি। তাপসের হাতে দায়িত্ব তুলে দেবেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক।

যদিও দায়িত্ব তুলে দেয়ার কথা ছিলো বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের। তবে তিনি আর নগর ভবনে ফিরছেন না বলে জানা গেছে। গত ১৩ মে শেষ অফিস করেন সাঈদ খোকন। ওই দিনই তার অফিস রুমে রাখা জাতীয় পতাকা ছুঁয়ে বিদায় নিয়ে নেন মেয়র খোকন। তবে সিদ্ধান্ত পাল্টে যদি বিদায়ী মেয়র দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আসেন তাহলে তিনিই নবাগত মেয়রের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

এবিষয়ে ডিএসসিসি’র সচিব মো. মোস্তফা কামাল মজুমদার গণমাধ্যমকে বলেন, আগামী ১৬ মে (শনিবার) নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা বিজয় লাভ করেন। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম। একই দিন শপথ নেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলরগণ।

বিভাগ - : জাতীয়, রাজনীতি

কোন মন্তব্য নেই

মন্তব্য দিন