ঢাকা, ১৫ নভেম্বর : জাতীয় সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, সাম্প্রদায়িকতাকে নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না। রাষ্ট্রের সব মানুষের সমঅধিকার প্রতিষ্ঠা করতে গেলে যারা সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে তাদের দমন করতেই হবে।
তিনি বলেন, বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছে। তারাও সমদোষে অপরাধী। তাদের রুখতে হবে। এদের বিরুদ্ধে সামষ্টিকভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ডব্লিউভিএ মিলনায়তনে ‘৪০তম সংবিধান বার্ষিকী’র একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কদিন ধরে সারাদেশে জামায়াত-শিবিরের তান্ডবে ২ হাজার ৪০০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরো বলেন, জাতীয় সমৃদ্ধি ও প্রবৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে এদের পেছনে থেকে যারা ইন্ধন ও আশ্রয়-প্রশ্রয় দিয়েছে তাদেরও প্রতিহত করা। শনাক্ত করে এদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও দৃঢ়তা ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আধুনিক ইউরোপে রেনেসাঁর আগে মার্টিন লুথারের রাষ্ট্রনীতির উদ্বৃতি দিয়ে ড. মহীউদ্দীন খান বলেন, আধুনিক ইউরোপ প্রতিষ্ঠা করার শুরুতেই সাম্প্রদায়িকতাকে নিষিদ্ধ করা হয়েছিল। অসাম্প্রদায়িক চেতনাই ছিল রেনেসাঁর মূল প্রতিপাদ্য।
সংগঠনের উপদেষ্টা সাংবাদিক কামাল লোহানীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, সংবিধান প্রণেতা ব্যারিস্টার আমীর-উল ইসলাম, অধ্যাপক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহিন রেজা নূর, ব্যারিস্টার ড. তুরিন আফরোজ ও শ্যামলী নাসরিন।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক শাহরিয়ার কবির।