বার্তা৭১ ডটকমঃ যে পারমাণবিক বোমায় ভস্ম হয়ে গিয়েছিল জাপানের হিরোশিমা, সে রকম ২০টি বোমা একসঙ্গে যোগ করলে যে শক্তি হবে সেই শক্তিতে নেপালে আঘাত হানে শনিবারের ভূমিকম্পটি।
৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি নিয়ে এমনটাই বলছেন কোনো কোনো বিশেষজ্ঞ। তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে সোমবার এ খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
২৫ এপ্রিল শনিবার দুপুরের ঠিক আগে রাজধানী কাঠমান্ডু থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে।
সর্বশেষ পাওয়া খবরে, ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত তিন হাজার ৭০০। আহত হয়েছেন অন্তত আরও সাত হাজার।
জাতিসংঘ জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ৬৬ লাখ নেপালী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ শিশু রয়েছে।
শনিবারের পর থেকে নেপালে অন্তত আরও ৩৬ বার মৃদুকম্প অনুভূত হয়েছে। এ ছাড়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে মাত্র কয়েক কিলোমিটার গভীর হওয়ায় ঝুঁকির হার ও ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনির হার আরও বেশি।
নেপালের ৮১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।
প্রসঙ্গত, ১৯৩৪ সালে নেপালে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। সেবার অন্তত ১০ হাজার ৬০০ মানুষ মারা গিয়েছিল।