মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আব্দুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাভারের আমিনবাজারে গত বছর শবে বরাতের রাতে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা ঘটনায় দায়েরকৃত দুটি মামলার তদন্ত কাজ র্যাবের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। সাতদিনের মধ্যে এ নির্দেশনা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে পালন করতে বলা হয়েছে।
নিহত ছয় ছাত্রের পরিবারের পক্ষে আদালতে এ সংক্রান্ত এক সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল ইকরামুল হক।
তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, সিআইডির তদন্তে সন্তুষ্ট না হওয়ায় নিহতদের পরিবাররা এ আবেদন করেছেন। আদালত আবেদন গ্রহণ করে ৪ মাসের মধ্যে র্যাবকে তদন্ত কাজ সম্পন্ন করতে বলেছেন।
মঙ্গলবার আদালতে উপস্থিত ছিলেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল হক।
প্রসঙ্গত, গত বছর ১৭ জুলাই রাত শবে বরাতের রাতে সাভারের আমিন বাজারের বড়দেশী গ্রামের পাশে কেবলার চরে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় স্থানীয় এক বালু ব্যবসায়ী আবদুল মালেক বাদী হয়ে অজ্ঞাত ১৫/২০ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।
এরপর আইনজীবী তাজুল ইসলাম হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এক মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করতে বলেছিলেন। সিআইডির তদন্ত শেষে রিপোর্ট জমা দেওয়ার পর সন্তোষজনক না হওয়ায় মঙ্গলবার উক্ত আবেদন করা হয়।