বার্তা৭১ ডটকমঃ কেন্দ্রীয় বিএনপি’র রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেছেন, আগে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিন। তারপর নির্বাচনের কথা বলুন। কারণ আপনি নির্বাচনের আগে মানুষকে ভোট ও ভাতের অধিকার দেয়ার কথা বলে ক্ষমতায় এসেছিলেন। আর এখন সে কথা ভুলে গিয়ে নির্বাচনের কথা বলে বেড়াচ্ছেন।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে কমী সভায় প্রধান বক্তার বক্তবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দিলে বিএনপি নির্বাচন হতে দেবেনা।
তিনি আরও বলেন, মানুষকে ১০টাকা কেজি চাল খাওয়াবেন বলে অঙ্গীকার করেছিলেন কিন্তু আজও কি মানুষ ১০টাকা কেজি দরে চাল পাচ্ছে।
জেলা বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান লালু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সাদারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমূখ।