বার্তা৭১ ডটকমঃ যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ (৯২) মঙ্গলবার মারা গেছেন। বুশ পরিবারের মুখপাত্র জিম ম্যাককার্থ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। তবে বারবারার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। খবর দ্য অস্ট্রেলিয়ানের।
বারবারা বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ.ডব্লিউ. বুশের স্ত্রী। তাদের বিয়ে হয়েছিল ১৯৪৫ সালের ৬ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রেসিডেন্ট দম্পতিদের মধ্যে সবচেয়ে দীর্ঘ দাম্পত্য জীবন অতিবাহিত করেছেন এ দম্পতি। দীর্ঘ ৭৩ বছর তারা একসঙ্গে ছিলেন। যুক্তরাষ্ট্রের দুই প্রেসিডেন্টের মাঝখানে বারবারা। একজন স্বামী এবং অন্যজন তারই সন্তান।
যুক্তরাষ্ট্রের সেই দুই ফার্স্টলেডির মধ্যে বারবারাও একজন যার সন্তান পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আসীন হন। তিনি আর কেউ নন জর্জ ডব্লিউ বুশ। অন্য ফার্স্টলেডি হলেন সাবেক প্রেসিডেন্ট জন অ্যাডামসের স্ত্রী ও জন কুইনসি অ্যাডামের মা এবিগেইল অ্যাডামস।
প্রেসিডেন্ট স্বামীর চেয়ে বেশি জনপ্রিয় ছিলেন ৫ সন্তানের জননী বারবারা। ১৭ জন নাতি-নাতনি আছেন বুশ-বারবারা দম্পতির। ১৯৯৪ সালের লেখা আত্মজীবনীতে বারবারা বলেন, ‘হোয়াইট হাউসের প্রত্যেকটি দিনই ছিলেন খুব মজার ও আনন্দদায়ক। যুক্তরাষ্ট্রে আমি সেরা কাজটিই করেছি।