বার্তা৭১ ডটকমঃ অপহরণের একমাস একদিন পর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি ও দয়াসোনা চাকমাকে উদ্ধার করা হয়েছে।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাড়া পাওয়ার পর তারা অভিভাবকদের সাথে খাগড়াছড়ি থেকে বাড়ির পথে রওনা দিয়েছেন।
কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমাও সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তারা বাড়ি ফেরা না পর্যন্ত এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।