দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা ও পরবর্তী পরিস্থিতি বিষয়ে করণীয় নিয়ে আলোচনার জন্য দেশের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। আজ শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যলয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সময়ের অস্থিরতায় উদ্বিগ্ন শিক্ষা মন্ত্রণালয়। ক্যাম্পাসে অস্থিরতার কারণে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ভিসিরাও ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে ব্যর্থ হচ্ছেন। ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির পেছনে অনেক ক্ষেত্রে ভিসিরাও দায়ী- এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের এসব বিষয় নিয়ে ভিসিদের মতামত নেয়ার জন্যই শিক্ষামন্ত্রী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ডেকেছেন।
শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকের আগে গতকাল শনিবার দেশের ২৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা বৈঠক করেছেন। রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রায় ৩ ঘণ্টাব্যাপী এ সভায় বর্তমান সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার মান ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা নিয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ভিসি পরিষদের সভাপতি বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আব্দুল মান্নান আখন্দ। বৈঠক শেষে ড. মান্নান সাংবাদিকদের জানান, বর্তমানে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার কারণ পর্যালোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে কোনো মহল সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার চেষ্টা করছে কিনা এবিষয়েও আলোচনা করা হয়েছে। তিনি আরো জানান, রবিবার শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে ভিসি পরিষদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলোর সংকট নিরসনে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরা হবে।