বার্তা৭১ ডটকমঃ গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাই এলাকায় একটি রির্সোটে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম।
তিনি জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় স্বপ্নচুড়া নামক একটি রির্সোটে মিটিং করছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরে অভিযান চালিয়ে ৪৫ জন নেতাকর্মীকে আটক করা হয়। এব্যাপারে জয়দেবপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।