বার্তা৭১ ডটকমঃ পরাজয়ের বৃত্ত থেকে বের হতে পারছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০৫ রানের পাহাড় গড়েও জিততে পারেনি তারকাসমৃদ্ধ দলটি। সেই হারের যন্ত্রণা এখনও শুকায়নি।
এবার ‘মরার উপর খাড়ার ঘা’ হয়ে এলো বিশাল অঙ্কের জরিমানা। ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে আরসিবি অধিনায়ক বিরাট কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করেছে কর্তৃপক্ষ।
কুইন্টন ডি কক ও এবি ডি ভিলিয়ার্স ঝড়ে প্রথমে ব্যাট করে ২০৫ রানের বিশাল স্কোর গড়ে বেঙ্গালুরু। জবাবে আম্বাতি রাইডু ও মহেন্দ্র সিং ধোনির অতিমানবীয় ব্যাটিংয়ে ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় চেন্নাই।
পরে ম্যাচ রেফারির রিপোর্টে দেখা যায়, ১৯.৪ ওভার বল করতেই নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ১৩ মিনিট সময় বেশি নিয়েছেন কোহলি। এর ভিত্তিতে তাকে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল গভর্নিং কাউন্সিল।
বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বেঙ্গালুরুর প্রথম অপরাধ। তাই শাস্তির মাত্রাটা ন্যূনতম হয়েছে। স্লো ওভার রেটের আইনানুযায়ী কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।