রাজশাহী, ১৩ মে: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন রাজশাহী বিভাগীয় শ্রম আদালত।
একজন কর্মচারীর অবসরকালীন ভাতা ঠিকমতো বুঝিয়ে না দেওয়ার জন্য রোববার দুপুরে সিটি করপোরেশন মেয়র, সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
রোববার দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ের মাধ্যমে রাজশাহীর বোয়ালিয়া থানায় ওই গ্রেফতারি পরোয়ানা পাঠান আদালত।