বার্তা৭১ ডটকমঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণে অন্তত ২১ নিহত ও ২৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপির এক ফটো সাংবাদিক রয়েছেন।
সোমবার সকালে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সাংবাদিকরা প্রথম বিস্ফোরণটির প্রতিবেদন করার সময় দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয়। এতে এএফপির ফটোগ্রাফার শাহ মারাই নিহত হওয়া ছাড়াও আরো অনেকে হতাহত হন।
এর কিছুক্ষণের মধ্যেই প্রথম বিস্ফোরণের সংবাদ সংগ্রহের জন্য জড়ো হওয়া সাংবাদিকদের পাশে আরেকটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে বহু ফটোগ্রাফার ও ক্যামেরাম্যান হতাহত হন বলে জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিক।
কাবুল পুলিশের মুখপাত্র হাশমাত স্তানিকজাই জানিয়েছেন, মোটরসাইকেলে করে আসা এক হামলাকারী প্রথম হামলাটি চালিয়েছে। এর ১৫ মিনিট পর দ্বিতীয় হামলাটি চালানো হয়।
দ্বিতীয় বিস্ফোরণে কাবুলে এএফপির প্রধান ফটোগ্রাফার শাহ মারাই নিহত হয়েছেন বলে নিজেদের টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে বার্তা সংস্থাটি।
বিস্ফোরণের পর ছুটন্ত শার্পনেলের আঘাতে রয়টার্সের এক ফটোগ্রাফারও সামান্য আঘাত পেয়েছেন।
আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ২১ নিহত ও ২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন।
কর্তৃপক্ষ বিস্ফোরণস্থলে অ্যাম্বুলেন্স বহর পাঠিয়েছে বলে জানিয়েছেন আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ।
শাশদারাক এলাকায় আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা ও ন্যাটোর দফতর আছে বলে জানিয়েছে বিবিসি।