বার্তা৭১ ডটকমঃ একসময় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাহিদা আশরাফ আন্না দুই পর্দায় সমানভাবে কাজ করেছেন। গত শনিবার এই অভিনেত্রীর ছিল জন্মদিন। প্রতিবছরের ন্যায় এবার তিনি জাঁকজমকভাবে জন্মদিন পালন করেননি। এখন তিনি আল্লাহর পথে এসেছেন এবং জন্মদিনে সবার কাছে দোয়া চাইলেন।
তিনি বলেন, আমি আল্লাহর পথে আসার পর থেকে আর জন্মদিন পালন করি না। আমি আমার জন্মদিন উপলক্ষে সবার কাছে দোয়া চাইছি, যাতে আল্লাহর পথে থেকে ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করতে পারি।
নাহিদা বলেন, আমি আর অভিনয় কিংবা নাচ, কোনো টাতে কাজ করব না। মআর সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি। আল্লাহতায়ালার এবাদত বন্দেগিতেই নিজেকে ব্যস্ত রাখছি। এর পাশাপাশি আপাতত আমার ব্যবসা নিয়ে খুব ব্যস্ত সময় পার করছি।