ঢাকা : হরতালে গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোটের ৪৫ জনের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানি আগামী ২১ মে নির্ধারণ করা হয়েছে।
রোববার মহানগর হাকিম এরফান উল্লাহ শুনানির এই তারিখ নির্ধারণ করেন।
বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীকে জীবিত ফেরত দেওয়ার দাবিতে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অদূরে ফ্যালকন টাওয়ারের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের ৪৪ নেতা-কর্মীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে।
ঘটনার ১১ দিনের মাথায় ডিবির পরিদর্শক নুরুল আমিন গত বৃহস্পতিবার দ্রুত বিচার আইনে অভিযোগপত্রটি ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে জমা দেন।
বিচারক অভিযোগপত্রটি মহানগর হাকিম এরফান উল্লাহর আদালতে পাঠান। রোববার এই মামলার শুনানির দিন ধার্য ছিল।
মামলার আসামি রিজভী আহমেদের জামিনের শুনানি মহানগর দায়রা জজ আদালতে ১৭ মে ধার্য রয়েছে। এ কারণে মামলার মূল নথি মহানগর দায়রা জজ আদালতে থাকায় আদালত আগামী ২১ মে তারিখ নির্ধারণ করেন।
ওই মামলায় বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গত বৃহস্পতিবার আদালতে জমা দেয়া হয়।
অভিযোগপত্রে ৩৭ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি আট আসামির মধ্যে সাতজন কারাগারে এবং একজন জামিনে মুক্ত আছেন।
পরে অভিযোগপত্রে এজাহারের আসামি ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আবদুল জব্বারের নাম বাদ দেওয়া হয়। আর এজাহারের বাইরে দুজনের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।
তারা হলেন স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি মান্নান হোসেন ও ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সভাপতি ইসমাইল হোসেন।
এই মামলায় মির্জা ফখরুলসহ ৪৫ জন নেতা হাইকোর্টে জামিনের আবেদন করেছেন। একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত আদেশ হওয়ায় তা শুনানির জন্য হাইকোর্টের তৃতীয় বেঞ্চে গেছে। বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চে রোববার বেলা ২টায় এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।