ঢাকা : রেলওয়ের দুর্নীতির বিষয়ে তদন্ত প্রতিবেদনে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত নির্দোষ প্রমাণিত হচ্ছেন। রোববার বিকেলে এ প্রতিবেদন জমা দেয়ার আগেই এ ব্যাপারে সাংবাদিকদের কাছে তথ্য জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিবেদনটি রেলভবনে রেলমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে জমা দেয়া হবে।
প্রতিবেদন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও তার এপিএস ওমর ফারুককে নির্দোষ দাবি করা হয়েছে।
তবে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসূফ আলী মৃধা ও ঢাকা অঞ্চলের প্রধান নিরাপত্তা কর্মকর্তা এনামুল হকের টাকার সাথে থাকা ও টাকার উৎস অস্বাভাবিক বলে প্রতিবেদনে বলা হয়েছে।
রেলের মহাপরিচালক ও তদন্ত কমিটির আহ্বায়ক আবু তাহের তদন্ত প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকের কাছে সন্তোষ প্রকাশ করেন।
তিনি জানান, ওই চালককে জিজ্ঞাসাবাদের জন্য দুই দফা আহবান করা হলেও তাকে পাওয়া যায়নি। আর গাড়ি চালককে পাওয়া না গেলেও তদন্ত প্রতিবেদন পূর্নাঙ্গ বলে দাবি তার।
গত ৯ এপ্রিল রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএসের গাড়ি থেকে ৭০ লাখ টাকা পাওয়া যায়। পরে গত ১৫ এপ্রিল এ ঘটনার প্রকৃত তথ্য-প্রমাণ বের করতে রেলের মহাপরিচালক আবু তাহেরের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
আর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান গত ১৬ এপ্রিল। পরে যোগযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে এই মন্ত্রনালয়ের দায়িত্ব দেয়া হয়।