বার্তা৭১ ডটকমঃ জেলগেট থেকে উদ্ধার হওয়া ইয়াবা বাইরের একজনের কাছে বিক্রির চেষ্টার অভিযোগে কেরানিগঞ্জের কেন্দ্রীয় কারাগারের এক ডেপুটি জেলারকে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। ওই ডেপুটি জেলারের নাম মোমিনুল ইসলাম।
এ বিষয়ে কারা অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিদর্শক কর্নেল মোহাম্মদ ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ১ মাস আগে কারা ফটকে দেলোয়ার হোসেন নামের একজন কারারক্ষীর কাছ থেকে ৫৯ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই ইয়াবা বন্দিদের দিতে যাচ্ছিলেন দেলোয়ার। এ ঘটনায় দেলোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই ইয়াবা ট্যাবলেটগুলো ডেপুটি জেলার মোমিনুল ইসলামের কাছে ছিল।
সেগুলো তার ধ্বংস করার কথা। কিন্তু, বৃহস্পতিবার বিকালে মোমিনুল কারাগারের বাইরে এনে এক ব্যক্তির কাছে বিক্রয়ের চেষ্টাকালে হাতেনাতে ধরে ফেলা হয়। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা দায়ের হয়েছে।সূত্র : মানবজমিন