বার্তা৭১ ডটকমঃ কক্সবাজারে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী প্রতিনিধিদল রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে পৌঁছেছেন। ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ৩৮ দেশের মন্ত্রী, ৮ পররাষ্ট্র সচিবসহ ৫৮ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল রয়েছেন।
শুক্রবার সকালে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীরা কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে পৌঁছেছেন।
জানা গেছে, সকাল ১০ টার দিকে কুতুপালং পৌঁছে ডি–ফাইভ ব্লকের সম্মেলন কক্ষে নির্যাতিত রোহিঙ্গা ভিকটিমদের সাথে কথা বলে ওই এলাকায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের দেখা সাক্ষাত ও খোঁজখবর নেবেন। সকাল ১১ টার দিকে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে কথা বলবেন। পরে কক্সবাজার ফিরে গিয়ে জেলা পুলিশ লাইন মসজিদে জুমার নামাজ আদায় করবেন। বিকেলে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।
কক্সবাজারস্থ ত্রাণ ও শরনার্থী প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম জানিয়েছেন, একসাথে এতোগুলো দেশের প্রতিনিধিদল এক সাথে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসা ণ্ডএটি বড় ধরনের অর্জন এ সময়ে। তাই যাতে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমরা তাদের মনের কথা এবং বাস্তব ঘটনাসমুহ বর্ণনা করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গেছে, প্রতিনিধি দল মতবিনিময় করবে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উন্নয়ন কর্মীদের সঙ্গে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রতিনিধিরা ভিনদেশি অতিথিদের সঙ্গ দেবেন।