থাইল্যান্ডের পর্যটন শহর পাতায়ার একটি হোটেলে এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দুজনকে।
ব্যাংককে বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন রোববার বার্তা ৭১ কে জানান, একটি হোটেলে এক বাংলাদেশির মৃত্যু হয় এবং আরো দুজনকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
অসুস্থ দুই বাংলাদেশিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
তবে একজনের মৃত্যু এবং অন্য দুজনের অসুস্থতার কারণ জানাতে পারেননি রাষ্ট্রদূত। তিনি বলেছেন, এবিষয়ে পুলিশ তদন্ত করছে।
মৃত এবং অসুস্থদের নামও জানাতে পারেননি তিনি। তবে থাইল্যান্ডের পাতায়া নিউজের অনলাইন সংস্করণে বলা হয়েছে, মৃত ব্যক্তির নাম মিজানুর রহমান (৫৪) এবং অসুস্থরা হলেন সঞ্জীব সাহা (৫৪) ও হারুনুর রশীদ (৫২)।
অসুস্থ দুজনকে পাতায়া মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা তিনজনই পাতায়ার বেলা এক্সপ্রেস হোটেলে ছিলেন।
পাতায়া পুলিশের ধারণা, বৃহস্পতিবার হোটেলে ওঠা ওই তিন বাংলাদেশি অপরাধী চক্রের খপ্পরে পড়েছিলেন। তাদের মাদক সেবন করানো হয়েছিল।
পাতায়া নিউজ জানায়, শনিবার হোটেলের চতুর্থ তলার একটি কক্ষে গিয়ে মৃত অবস্থায় মিজানুরকে পাওয়া যায়। অন্য দুজনকে পাওয়া যায় অচেতন অবস্থায়। তাদের সব ব্যাগ খোলা ছিল এবং ব্যাগের জিনিসপত্র ছিল ছড়ানো-ছিটানো।
পাতায়ার পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল সুপাচাই পুয়েকাওকাম বলেন, তিন বাংলাদেশিকে শুক্রবার এক থাই তরুণীকে সঙ্গে নিয়ে ঢুকতে দেখেছেন বলে হোটেলকর্মীরা জানিয়েছেন। সম্ভবতরা তারাই কক্ষে ঢুকে তিন জনকে কিছু খাইয়ে লুটপাট চালায়।
থাইল্যান্ডের ওই তরুণীকে ইতোমধ্যে চিহ্নিত করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারে পরোয়না জারি হয়েছে বলেও পুলিশ কর্মকর্তা পুয়েকাওকাম জানান।