বার্তা৭১ ডটকমঃ ফেনীতে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন হাসিনা আক্তার (২৮) ও তার দুই বছরের মেয়ে উম্মে হাফসা।
শনিবার বেলা ১২টার দিকে ফুলগাজী-ফেনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটো চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
নিহত হাসিনা আক্তার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের মো. সবুজের স্ত্রী।
স্থানীয়রা জানায়, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি ফেরার পথে সিএনজিটি সড়কের বন্ধুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ে নিহত হন।