বার্তা৭১ ডটকমঃপাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের পর ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন।
শনিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪৫কিলোমিটার পূর্বে মারওয়াড়া এলাকার একটি কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে।
কোয়েটার উচ্চপদস্থ কর্মকর্তা জাওয়াদ শাহওয়ানির বরাত দিয়ে এএফপি জানিয়েছে, খনিতে মোট ২৫ জন শ্রমিক ছিলেন। এদের মধ্যে ১৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ভূমিধসে নিহতদের মরদেহ বের করতে সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।
পাকিস্তানের খনিগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা নেই বলে অভিযোগ রয়েছে। ২০১১ সালে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৪৩ জন নিহত হয়েছিলেন।
দেশটির সবচেয়ে বড় প্রদেশ গ্যাস সমৃদ্ধ বেলুচিস্তানের খনিজ সম্পদ নিয়ে সরকার অন্য অঞ্চলের উন্নয়ন করছেন। কিন্তু সেই তুলনায় বেলুচিস্তানের কোনও উন্নয়ন করা হচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।