বার্তা৭১ ডটকমঃ আসছে মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে! তবে তারিখ চূড়ান্ত হলেও সময় ঠিক হয়নি! সবকটি ম্যাচই হবে ভারতের দেরাদুনে।
সবকিছু ঠিক থাকলে আগামী ৩১ মে ভারতের উদ্দেশে রওনা দেবেন সাকিব-তামিমরা। ৫ জুন প্রথম ম্যাচ দিয়ে গড়াবে সিরিজ। একদিন বিরতি দিয়ে দ্বিতীয় ম্যাচ হবে ৭ জুন। সিরিজের তৃতীয় ও সবশেষ ম্যাচটি হবে ৯ জুন।
আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে আফগানিস্তানের চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। ৭৫ রেটিং পয়েন্ট নিয়ে ১০ম স্থানে টাইগাররা। আর ৮৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আফগানরা। আন্ডারডগ হয়েই ক্রিকেটের নব্য শক্তির বিপক্ষে লড়বেন সাকিবরা।