বার্তা৭১ ডটকমঃ বলিউড কিং খান ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক শাহরুখ খান দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন।
বুধবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ১০২ রানে বিরাট হারের পর এমন প্রতিক্রিয়া জানান তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, কলকাতার ঘরোয়া মাঠ ইডেন গার্ডেনে নিজেদের এমন বাজে হার মেনে নিতে পারেননি শাহরুখ। আর তাইতো খেলা শেষ হওয়ার পর মুহূর্তেই এক টুইটের ভক্তদের কাছে ক্ষমা চান বলিউড বাদশা।
টুইটারে কিং খান লেখেন, ক্রীড়া আর সাহসের সম্পর্ক নিবিড়। হার-জিত দিয়ে তা প্রতিফলিত হয় না। আজ ‘সাহসের’ অভাবের কারণে দলের ‘নেতা’’হয়ে অনুরাগীদের কাছে ক্ষমা চাইছি।
গতকাল এ নিয়ে মুম্বাইয়ের কাছে চলতি মৌসুমেই দ্বিতীয়বারের মতো হেরেছে কেকেআর। আর এই হারের মাধ্যমেই পয়েন্ট চার্টের পঞ্চম স্থানে নেমে এসেছে দলটি। আর অন্যদিকে রোহিত শর্মার দল মুম্বাই পৌছায় চতুর্থ স্থানে।