বার্তা৭১ ডটকমঃ
কোটা সংস্কারের প্রজ্ঞাপন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। অবরোধের কারণে শাহবাগ হয়ে যাতায়াত করা সকল ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে অবরোধের বাইরে রাখা হয়ে রোগী ও অসুস্থদের। অসুস্থ বা রোগীবাহী অ্যাম্বুলেন্স, রিক্সা ও অন্যান্য যান চলাচলে অসুবিধা নেই বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
সরেজমিন দেখা গেছে, দুপুর পৌনে ১টা থেকে চলা এ অবরোধে অ্যাম্বুলেন্স ও রোগীবাহী রিক্সা চলাচলের ব্যবস্থা করে দিচ্ছেন আন্দোলনকারীরা।
জানতে চাইলে নিজেদের অবস্থান ব্যক্ত করে পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বলেন, আমাদের আন্দোলন শান্তিপূর্ণ। আজকের অবরোধের রোগী ও অসুস্থ্যদের যাতে কোনো সমস্যা না হয়, তারা যেন হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রসহ নিজেদের গন্তব্যে যেতে পারেন সে ক্ষেত্রে তাদের যাতে প্রতিবন্ধকতা না থাকে সেজন্য সকলকে খেয়াল রাখতে বলা হয়েছে।