বার্তা৭১ ডটকমঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে গেছেন তার চার আইনজীবী।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় তারা কারাগারের ভেতরে যান।
আইনজীবীরা হলেন-অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।
গত ৮ ফ্রেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার পরই খালেদা জিয়াকে কারাগারে নিয়ে যাওয়া হয়।