বার্তা৭১ ডটকমঃ পাকিস্তানে সেনাবাহিনীর কঠোর সমালোচনাকারী এক নারী সাংবাদিককে অপহরণের কয়েক ঘণ্টা পর মুক্তি দেওয়া হয়েছে। ওই সাংবাদিকের নাম গুল বুখারি।
গুলের পরিবার জানায়, গত মঙ্গলবার রাত ১১টার দিকে লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় তার গাড়ি থামিয়ে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনার কয়েক ঘণ্টা পর গুলের স্বামী জানান, তিনি নিরাপদে আছেন। তবে এর বেশি কিছু তিনি বলেননি। খবর বিবিসি’র।
গুল বুখারি পাকিস্তান ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক। তার এক সহকর্মী রয়টার্সকে বলেন, তারা গুলের মুখম- কালো কাপড় দিয়ে ঢেকে নিয়ে যায়। এ ছাড়া অপহরণের সময় সাদা পোশাকের লোক ছাড়াও সেনা পোশাক পরা লোকও ছিল বলে জানা গেছে। যদিও পাকিস্তানের সেনাবাহিনী এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
এদিকে পাকিস্তানের ব্রিটিশ দূতাবাস এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। এ ছাড়া সাংবাদিক, মানবাধিকার সংস্থা গুলের অপহরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
বিবিসি বলছে, সাংবাদিকদের জন্য অত্যন্ত মারাত্মক দেশ পাকিস্তান। সেখানে সাংবাদিকদের অপহরণ, হত্যা ও নির্যাতন করা হয়। ঘটনাটি এমন সময় ঘটল যখন দেশটিতে আগামী মাসে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।