বার্তা৭১ ডটকমঃ অস্ট্রিয়ায় সরকারিভাবে অন্তত সাতটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া কয়েক ডজন ইমামকে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে বলে শুক্রবার সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জ বলেন, তুরস্ক পরিচালিত একটি মসজিদ সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের অর্থায়নে পরিচালিত আরো ছয়টি মসজিদ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০১৫ সালে করা একটি আইন মেনেই বিদেশি অর্থায়নে পরিচালিত ধর্মীয় সংস্থা এবং মুসলিম রীতিনীতি মেনে চলা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আমাদের দেশে রাজনৈতিক ইসলাম এবং মৌলবাদী হতে উৎসাহিত করার মতো কোনোকিছুর স্থান নেই।
জানা গেছে অস্ট্রিয়াতে অন্তত ছয় লাখ মুসলমান রয়েছে। তাদের বেশিরভাগই তুর্কি। দেশটির সরকারের মুসলিম বিদ্বেষের কারণে মুসলমানদের সে দেশ থেকে বের করে দেওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।