ঢাকা: শিল্পখাতের বিকাশের জন্য আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অবকাঠামো ও গ্যাস-বিদ্যুৎসহ আনুষঙ্গিক সুযোগ সুবিধা নিশ্চিত করা না হলে লক্ষ্যমাত্রা অনুযায়ী দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে না। এ মন্তব্য করেছেন ব্যবসায়ীরা।
সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত “বিনিয়োগকারীদের প্রেক্ষাপটে আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট“ শীর্ষক এক আলোচনাসভায় এ অভিমত প্রকাশ করেন তারা।
ব্যবসায়ীরা আরো বলেন, “সরকারের কাছ থেকে আমরা বাজেট টাকা-পয়সার সহযোগিতা চাই না। শিল্পায়নের জন্য দেশে বড় সমস্যা হচ্ছে অবকাঠামো। সময়মত গ্যাস, বিদ্যুৎ পাওয়া যায় না। এ জন্য অত্যন্ত সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও দেশ বেশিদূর এগিয়ে যেতে পারছে না।“
ঢাকা চেম্বার অব কামার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি মতিউর রহমান বলেন, “এখন পর্যন্ত একটি সরকারও বাজেটে একটি নির্দিষ্ট খাতের উন্নয়নে চেষ্টা করেনি, যে খাতটিকে নিজেদের মেয়াদে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে। যাতে করে পাঁচ বছর মেয়াদে খাতটি দাঁড়িয়ে যেতে পারে। এভাবে করা হলে গত ২০-২৫ বছরে অন্তত ৪-৫টি খাত দাঁড়িয়ে যেতে পারত।“
ব্যবসায়ীদের অভিমত, অবকাঠামোসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা না হলে বিনিয়োগ বাড়বে না এবং দেশের লক্ষ্যমাত্রা অনুযায়ী অগ্রগতিও সম্ভব হবে না ।
একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান বলেন, “বিইপিজেডএ, ইপিজেড, বোর্ড অব ইনভেস্টমেন্টসহ (বিওআই) সকল বিনিয়োগসহায়তাকারী প্রতিষ্ঠানগুলোকে একটি প্লাটফর্মে আনতে হবে। যাতে করে ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা তাদের সকল সমস্যার সমাধান একটি জায়গায় পেয়ে যায় সে বিষয়টি নিশ্চিত করতে হবে।“
চাটার্র্ড অ্যাকাউনট্যান্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হুমায়ুন কবীর বলেন, “বাজেটে ব্যবসায়ীদের পক্ষ থেকে সব সময় কর কমানোর প্রস্তাব করা হয়। কিন্তু একই সঙ্গে ব্যবসায়ীদের কর কমানোর ফলে যে ঘাটতি তৈরি হবে তা পূরণ করার জন্য সরকার কি ব্যবস্থা নিতে পারে তা-ও বলা প্রয়োজন।“
অতিরিক্ত সচিব ও বিওআইয়ের নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইকোনোমিক জোনস অথরিটির (বিইজেএ) এক্সিকিউটিভ চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এবং বিশেষ অতিথি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট জসিম উদ্দিন ও ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম।
আলোচনাসভা যৌথভাবে আয়োজন করে বিওআই ও বিজনেস ইনিসিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।