ঢাকা, ১৪ মে: আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে বৈশাখী মিডিয়া লিমিটেড ও ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম সাইফুর রহমান তাদের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।
অপর দুই আসামি হলেন- বৈশাখী মিডিয়া লিমিটেডের পরিচালক ইরফান আহমেদ সানি ও সৈয়দ সাজ্জাদ হোসেন।
সকালে একই আদালতে ব্যবসায়ী বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এমএনএইচ বুলু তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৯ সালের ২৯ জুন আসামিরা পরস্পর যোগসাজশে জাল ষ্ট্যাম্পে চালানের কপি জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফান্ডসে জমা দিয়ে তাদের কোম্পানির শেয়ার হোল্ডার বাদীর (বুলু) ৬৪ হাজার শেয়ার জালিয়াতি করে ডেসটিনি ২০০০-এর নামে হস্তান্তর করে নেয়।
বাদী বুলু মামলায় অভিযোগ করেন, তিনি (বুলু) বৈশাখী মিডিয়া লিমিটেডের ৬৪ হাজার শেয়ারের মালিক। শর্তসাপেক্ষে ওই শেয়ারগুলো হস্তান্তরের জন্য বাদীর সঙ্গে ডেসটিনি ২০০০ লিমিটেডের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ডেসটিনি ২০০০ লিমিটেড বাদীকে ব্যাংক ঋণ থেকে দায়মুক্ত না করায় ওই চুক্তি বাদী বাতিল করেন।
তাছাড়া বাদী বিষয়টি নিয়ে শেয়ার হস্তান্তর বিষয়ে আসামিদের বিরুদ্ধে হাই কোর্টে আবেদন করেন বলেও মামলার নথিতে উল্লেখ করা হয়।
আদালতে বুলুর পক্ষে শুনানি করেন আইজীবী তানজীব উল আলম ও তাপস দত্ত।